দিনাজপুরে ট্রাক-মাই‌ক্রোবা‌স সংঘর্ষে নিহত ২

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপ‌জেলার ২৯ মাইল এলাকায় ট্রা‌কের স‌ঙ্গে মাই‌ক্রোবা‌সের সংঘ‌র্ষে দুইজন নিহত হ‌য়ে‌ছেন। সোমবার (১৯ মে) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে এই দুর্ঘটনা ঘ‌টে। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন।

নিহত‌রা হলেন- মাই‌ক্রোবাস চালক আরিফুল ইসলাম মা‌নিক। অপরজ‌নের নাম দে‌লোয়ার।

পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৪পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৪
জানা গেছে, বীরগঞ্জ উপ‌জেলার ২৯ মাইল এলাকায় ট্রা‌কের স‌ঙ্গে মাই‌ক্রোবা‌সের সংঘ‌র্ষে ঘটনাস্থ‌লে দুইজন মারা গেছেন। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হ‌ন। তা‌দের ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হ‌য়ে উদ্ধার কার্যক্রম চালা‌চ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.