আজ রাতে মাঠে নামছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে। আর দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামার অপেক্ষায় মুস্তাফিজুর রহমান।
দিল্লি মাঠে নামছে গুজরাট টাইটান্সের বিপক্ষে। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট অধিনায়ক শুভমান গিল। ফলে আগে ব্যাটিংয়ে নামবে দিল্লি। দিল্লির একাদশে আছেন মুস্তাফিজুর রহমান।
অপরদিকে রাওয়াপিন্ডি স্টেডিয়াম এলাকায় ঝড়ো বাতাস বইয়ে যাওয়ার কারণে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচের টস বিলম্ব। এখন পর্যন্ত বৃষ্টি না আসলেও উইকেট ঢেকে দেয়ার জন্য কাভার নিয়ে প্রস্তুত হয়ে আছেন মাঠকর্মীরা।
এদিকে লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমির ম্যাচের টসের আগে আচমকা ঝড়ো বাতাস বইতে শুরু করে। একটু পরই শুরু হয় বৃষ্টি। পাশাপাশি রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় বজ্রপাতও হচ্ছে। অনুমেয়ভাবেই সময় মতো অনুষ্ঠিত হচ্ছে না লাহোর ও পেশোয়ারের ম্যাচের টস।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.