রাজধানীর গুলিস্তানে মিছিলের সময় আওয়ামী লীগের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম।
তিনি বিবিসি বাংলাকে বলেন, আমাদের কাছে আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল। সেটার ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের ডেপ্লয়মেন্ট ছিল। বিভিন্ন দিক থেকে এসে গুলিস্তানে তাদের জড়ো হওয়ার কথা ছিল। গুলিস্তানে মূলত বক চত্বর, গোলাপ শাহের মাজার বিভিন্ন দিক থেকে আসার পরিকল্পনা ছিল তাদের। গোয়েন্দা লাগানো ছিল। তারা যখন জড়ো হয়ে একসাথে এক জায়গায় ব্যানার বের করার চেষ্টা করতেছিল সেই মুহূর্তেই তাদের ধরা হয়েছে। অনেকেই পালিয়ে চলে গিয়েছে। তাদের মধ্যে ১১ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
কোন মামলায় তাদের আটক করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা এখন তাদের আইডেন্টিফিকেশন যাচাই-বাছাই করছি। মতিঝিল থানা মামলার প্রস্তুতি নিচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.