দরপতনের শীর্ষে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দরপতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৫ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ০৪ শতাংশ কমে যাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বারাকা পতেঙ্গা পাওয়ার, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল গ্রোথ ফান্ড, এনআরবিসি ব্যাংক, শাহাজিবাজার পাওয়ার এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.