জুলাই অভ্যুত্থানে বেঁচে যাওয়া যোদ্ধাদের মানসিক স্বাস্থ্যসেবা বিষয়ে ‘নির্বাণ’ শীর্ষক এক কর্মশালা হয়েছে। ‘সফরন ফাউন্ডেশন’ নামক একটি সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৬ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে সকাল ১১টা থেকে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধারা, যারা নিজেদের সাহস ও আত্মত্যাগ দিয়ে ন্যায়ভিত্তিক সমাজের ভিত্তি গড়তে চেয়েছিলেন। কিন্তু রাজপথের লড়াই শেষ হলেও মানসিক যুদ্ধ এখনো চলছে।
আলোচনায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এডিএন টেলিকমের চেয়ারম্যান আসিফ মাহমুদ, নারী অধিকার কর্মী ও লেখক ব্যারিস্টার মিতি সানজানা, বিডিজবসের পরিচালক (বিপনন ও বিক্রয়) প্রকাশ রায় চৌধুরী। সফরন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৌমিক দত্ত প্রতিষ্ঠানের পক্ষে তার বক্তব্য তুলে ধরেন। সঞ্চালনা করেন আয়োজক সংস্থার নির্বাহী সদস্য কাজল আব্দুল্লাহ্। কর্মশালায় মনোবিজ্ঞনী ও মনোচিকিৎসকগণ দিনব্যাপী সর্বাধুনিক মনোবৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে জুলাই অভ্যুথানে অংশগ্রহণকারীদের যত্ন নেওয়ার পদ্ধতি শিখন ও তাদের মানসিক শক্তিকে দৃঢ়করণে লক্ষ্যে অংশগ্রহণমূলক সেশন পরিচালনা করেন। ‘নির্বাণ’ কর্মশালার স্ট্রাটেজিক পার্টনার ছিল গণসাক্ষরতা অভিযান, ইভেন্ট পার্টনার ছিল কগনিটিভলি ইউরস, এবং রিসার্চ পার্টনার ছিল গ্রো। কর্মশালায় আলোচকরা গণঅভ্যুত্থানের যোদ্ধাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে সহায়ক কৌশল, বহু-অংশীদারি উদ্যোগ, ও পুনর্বাসন ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয় হয়।
আয়োজকদের মতে, বৈষম্যমুক্ত ও শোষণহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আত্মত্যাগী তরুণদের মানসিক সুস্থতা নিশ্চিত করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য। তাদের জন্য এমন সহায়তা ও পুনর্বাসনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে, যেন তারা আবারও স্বপ্ন দেখতে পারে, গড়ে তুলতে পারে এক নতুন বাংলাদেশ।
সফরন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সৌমিক পি. দত্ত বলেন, “জুলাই বিদ্যুতে আহতরা এখনও গুরুতর মানসিক আঘাতের সম্মুখীন হচ্ছে। শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য হলো তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করা। আশা করা হচ্ছে যে কর্মশালায় অংশগ্রহণকারীরা তাদের নিজস্ব মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে সক্ষম হবেন।” এর আগে, ২৭ ফেব্রুয়ারি, সফরন ফাউন্ডেশন একই ধরণের একটি কর্মশালার আয়োজন করেছিল, যেখানে ৩০ জন জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.