দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর পতনের শীর্ষে ওঠে এসেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় কমেছে ১ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৬৮ শতাংশ। এতে দর পতনের শীর্ষে ওঠেছে কোম্পানিটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪ দশমিক ৫৮ শতাংশ। আর ৩ দশমিক ৭০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে তুংহাই।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, নূরানি ডাইং, ফিনিক্স ফাইন্যান্স, প্রভাতী ইন্স্যুরেন্স, আরএকে সিরামিকস, প্রগতি লাইফ এবং তিতাস গ্যাস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.