দরবৃদ্ধির শীর্ষে শাইনপুকুর সিরামিকস

সপ্তাহের প্রথম কার্যদিবস শনিবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এইচআর টেক্সটাইলস দর বেড়েছে ৯ দশমিক ৬১ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, এস আলম স্টিলস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, বাটা সু, ইনটেক, এনআরবি ব্যাংক এবং ডোরিন পাওয়ার।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.