ফেসবুকে মুছে ফেলা পোস্ট যেভাবে ফিরিয়ে আনা যায়

ফেসবুকে সব বিষয় শুধু বন্ধু ও ফলোয়ারদের সঙ্গে শেয়ার করার জন্যেই পোষ্ট করা  হয় না। কিছু কিছু পোস্ট ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও হিসেবে সংরক্ষণের জন্যেও দেওয়া হয়। মাঝেমধ্যে অসাবধানতাবশত বা বেখেয়ালে কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে। তখন আফসোসের শেষ থাকে না। তখন মনে হতে থাকে, আহা, ডিলিট হওয়া পোষ্টটি যদি ফিরিয়ে আনা যেতো।

ফেসবুকের কিছু পোস্ট ডিলিট করার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলো ফিরিয়ে আনার সুযোগ আছে। সহজ কিছু ধাপ অনুসরণ করে ফেসবুকে মুছে ফেলা পোস্ট সহজেই ফিরে পাওয়া যায়। ফেসবুকে কোনো পোস্ট মুছে ফেললেও সেটি সঙ্গে সঙ্গেই মুছে যায় না। ৩০ দিন পর্যন্ত তা জমা থাকে রিসাইকেল বিন নামের গোপন একটি ফোল্ডারে।

ডিলিট হয়ে যাওয়া পোস্ট ফিরিয়ে আনবেন যেভাবে

১. স্মার্টফোন থেকে ফেসবুক অ্যাপে প্রবেশ করুন।

২. এখন নিজের প্রোফাইল পেজ চালু করতে হবে। এ জন্য একদম বাম পাশে ওপরের দিকে থাকা নিজের প্রোফাইল ছবির ওপর ট্যাপ করুন।

৩. প্রোফাইল পেজ চালু হলে ডান পাশে ওপরের দিকে থাকা ‘তিন ডট’ আইকনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।

৪. মেনু থেকে ‘অ্যাক্টিভিটি লগ’ বাটনে ট্যাপ করুন।

৫. এখন ওপরের দিকে কতগুলো সেকশন দেখা যাবে। সেখান থেকে ডান দিকে স্ক্রল করে ‘রিসাইকেল বিন’ বাটন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।

৬. রিসাইকেল বিন পেজে ডিলিট করা পোস্টের তালিকা দেখা যাবে।

৭. এখন যে পোস্টটি আবার ফিরিয়ে আনতে চান, তার বাম পাশে থাকা চেকবক্সে ট্যাপ করুন। এর ফলে পোস্টটি নির্বাচিত হবে। আর নিচের দিকে দুটি অপশন দৃশ্যমান হবে।

৮. পোস্টটি নিজের প্রোফাইলে নিয়ে আসতে চাইলে নিচে থাকা ‘রিস্টোর’ বাটনে ট্যাপ করুন। আর পোস্টটি আর্কাইভ ফোল্ডারে রাখতে চাইলে ‘আর্কাইভ’ বাটনে ট্যাপ করুন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.