যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যতক্ষণ পর্যন্ত তিনি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি দেখা না করবেন ততক্ষণ পর্যন্ত ইউক্রেন শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি অসম্ভব।
প্রেসিডেন্ট ট্রাম্পের বিমান এয়ার ফোর্স ওয়ানে থাকা বিবিসির নর্থ আমেরিকান করেসপন্ডেন্ট তাকে জিজ্ঞাসা করেছিলেন, রাশিয়া তুরস্কে যে পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে তাতে তিনি হতাশ কিনা?
ট্রাম্প বলেছেন, দেখুন, পুতিন আর আমি একসাথে না হওয়া পর্যন্ত কিছুই ঘটবে না। ঠিক আছে? এবং অবশ্যই তিনি (পুতিন) যাবেন না। তিনি যাবেন, কিন্তু তিনি ভেবেছিলেন যে আমি যাব।
তিনি বলেন, আমি যদি সেখানে না থাকি তাহলে তিনি যাবেন না। আমি বিশ্বাস করি না যে কিছু ঘটবে যতক্ষণ পর্যন্ত তিনি ও আমি একসাথে হই। আপনি পছন্দ করুন বা না করুন। কিন্তু আমাদের এটা সমাধান করতে হবে কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।
এদিকে ইউক্রেন ও রাশিয়া উভয়ই গতকাল রাতে তাদের ভূখণ্ডে ড্রোন হামলার চেষ্টার খবর দিয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনী অভিযোগ করেছে, রাশিয়া তাদের দিকে ১১০টি ড্রোন পাঠিয়েছে যার মধ্যে ৬২টি গুলি করে ভূপাতিত করা হয়েছে।
রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইউক্রেনের পাঠানো দুটি ড্রোন ধ্বংস করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.