দরবৃদ্ধির শীর্ষে সিটি জেনারেল ইন্স্যুরেন্স

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৩৭ শতাংশ।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩১ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা বাটা সুর দর বেড়েছে ৪ দশমিক ০০২ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- সানলাইফ ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, উত্তরা ব্যাংক, হক্কানী পাল্প অ্যান্ড পেপার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ড, অগ্নি সিস্টেমস এবং বিবিএস।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.