যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পের সাথে সাক্ষাত করলেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। রিয়াদে তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়। এদিকে ট্রাম্প গতকালই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন।
দুই হাজার সালের পর এই প্রথম দেশ দুটির শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাত হলো। ট্রাম্পের অফিস থেকে আগেই জানানো হয়েছিলো যে তারা শুধু পরস্পরকে ‘হ্যালো’ বলবেন।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও আল-শালার মধ্যকার বৈঠকের সময় সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান উপস্থিতি ছিলেন। আর অনলাইন ভিডিও লিংকের মাধ্যমে ওই বৈঠকে যোগ দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান।
দীর্ঘদিন ধরেই সিরিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিলো যুক্তরাষ্ট্র, যে কারণে দেশটির ত্রাণ থেকে শুরু করে আর্থিক সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়েছিলো।
গতকাল নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের ঘোষণার পর সিরিয়ার দামেস্কে লোকজন রাস্তায় নেমে এসে উল্লাস করেছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর গত ডিসেম্বরে সিরিয়ার আনুষ্ঠানিক দায়িত্ব নেন শারা।
তবে গত বছরেই আহমেদ আল-শারাকে গ্রেফতারের জন্য এক কোটি ডলারের পুরস্কার ঘোষণা করেছিলো যুক্তরাষ্ট্র, যা গত বছর ডিসেম্বরে সিরিয়ার নতুন প্রশাসনের সাথে আলোচনার পর প্রত্যাহার করেছিলো যুক্তরাষ্ট্র।
এদিকে সিরিয়ার সাবেক শাসক বাশার আল আসাদ ক্ষমতায় থাকাকালে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন। গত বছরের ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীর হাতে ক্ষমতাচ্যুত হয়ে আসাদ দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন।
Video footage of Trump, MbS and Syrian President Ahmed al-Sharaa meeting. pic.twitter.com/p99ZySPElM
— Clash Report (@clashreport) May 14, 2025



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.