সরকারপ্রধান দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। দীর্ঘ ৮ বছর পর হাটহাজারীর বাথুয়ার নিজ বাড়িতে আসছেন তিনি। তার আগমন ঘিরে পুরো এলাকাজুড়ে সাজ সাজ রব।
১৯৫৯ সালের আগে ড. ইউনুস বসবাস করতেন এই গ্রামেই। এখানেই তার জন্ম, পড়েছেন ৩য় শ্রেণী পর্যন্ত। গ্রামের এই কৃতি সন্তান এখন রাষ্ট্রপ্রধান। তার আগমনে গ্রামের মানুষের উচ্ছ্বাসটাও বেশি।
হাটহাজারীর এই কবরস্থানে ড. ইউনুসের দাদা-দাদির কবর। আজ বুধবার (১৪ মে) বিকেলে কবর জিয়ারতের পাশাপাশি গ্রামবাসীর সাথে কুশল বিনিময়ের কথা রয়েছে তার।
প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে কয়েকস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো এলাকায়।
হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউর জামান জানান, বিকালে গ্রামের বাড়িতে যাওয়ার আগে দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এ অনুষ্ঠানকে ড. ইউনুসকে ডি লিট উপাধি দেয়া হবে।
এর আগে, চট্টগ্রামে পৌঁছে সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম বন্দর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। এরপর সার্কিট হাউসে মতবিনিময় ও কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.