আইপিএলের সাথেই শুরু হচ্ছে পিএসএল

কয়েকদিনের অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তির খবর ফিরছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি নিশ্চিত করেছেন, ১৭ মে থেকে পিএসএলের দশম আসর পুনরায় মাঠে গড়াবে।

এখনো সূচি চূড়ান্ত না হলেও, পিসিবি জানিয়ে দিয়েছে-২৫ মে হবে এবারের পিএসএলের ফাইনাল। আট দলের এই লিগে বাকি আছে চারটি গ্রুপ পর্ব ও চারটি প্লে-অফের ম্যাচ। ম্যাচ ভেন্যুগুলোও পুনর্মূল্যায়ন করা হচ্ছে। করাচি ও রাওয়ালপিন্ডি এখনো ফাইনাল রাউন্ডের সম্ভাব্য ভেন্যু হিসেবে এগিয়ে। যদিও নিশ্চিতভাবে পিসিবির পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি।

এই মুহূর্তে একমাত্র কোয়েটা গ্ল্যাডিয়েটরস প্লে-অফ নিশ্চিত করেছে। বাকি তিন জায়গার জন্য লড়ছে ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, লাহোর কালান্দার্স ও পেশওয়ার জালমি।

জানা গেছে, বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করছে পিসিবি। অনেকেই ইতোমধ্যে ফিরে আসতে আগ্রহ দেখিয়েছেন, বিশেষ করে টুর্নামেন্টের শেষ দেখার জন্য।

পিএসএলের এবারের আসর কেবলই একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়। পাকিস্তানের গণমাধ্যমের মতে এটি সেখানকার খেলাধুলার স্বপ্নের পুনর্জন্ম। কঠিন পরিস্থিতিতে লিগের প্রত্যাবর্তন প্রমাণ করছে, পাকিস্তান থেমে থাকবে না।

এদিকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, যুদ্ধবিরতিতে স্থগিত হওয়ায় আগামী ১৬ মে মাঠে গড়াতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.