পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মোট ১ হাজার ৬৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৪ জন। এছাড়া অন্যান্য অভিযোগে আরও ৬৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি এলজি (স্থানীয় অস্ত্র) উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এই বিশেষ অভিযান চলমান থাকবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.