দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১২ মে) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন মাগুরা মাল্টিপ্লেক্স ডিএসইতে কোম্পানির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাসার্স পিপি ওভেন ব্যাগ। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা এসবিএসসি ব্যাংক পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ।
এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইউসিবি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ফার কেমিক্যাল, এনআরবিসি ব্যাংক, প্রিমিয়ার ইন্স্যুরেন্স এবং ক্যাপিটেক আইবিবিএল ইলসামিক মিউচ্যুয়াল ফান্ড।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.