ভারত সরকারের অনুরোধে ইউটিউব প্ল্যাটফর্মে অন্তত চারটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছে বলে জানাচ্ছে বাংলাদেশের ফ্যাক্টচেকিং সংস্থা ডিসমিসল্যাব। চ্যানেলগুলো হচ্ছে যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভি।
ভারত থেকে বিবিসির প্রতিনিধি নিশ্চিত করেছেন যে, এই চারটি চ্যানেল ভারতের ইউটিউবে দেখা যাচ্ছে না। বাংলাদেশি অন্য আরও বেশ কিছু চ্যানেল দেখা গেলেও এই চারটির বেলায় দেখা যাচ্ছে না। সেখানে মেসেজ আসছে সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কনটেন্ট এই দেশে (ভারতে) পাওয়া যাচ্ছে না।
ডিসমিসল্যাব ভিপিএনের মাধ্যমে ৩৮ টি টিভি চ্যানেল চেক করে এই চারটি বন্ধ পেয়েছে এবং তাদেরকে যমুনা টেলিভিশন নিশ্চিত করেছে যে তাদেরকে ইউটিউবের তরফ থেকে ব্লকিং-এর বিষয়ে একটি অফিশিয়াল নোটিশ দেওয়া হয়েছে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবকে ভারতের তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী যদি কোনও তথ্য জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব কিংবা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে সরকার মনে করে তাহলে তা ব্লক করার আদেশ দেয়ার ক্ষমতা রয়েছে।
এর আগে সামাজিক মাধ্যম এক্স জানিয়েছে, তাদের ৮০০০ একাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.