শুল্ক আরোপ করে ভয় দেখানো যাবে না: আমেরিকাকে চীন

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কে নেয়া সিদ্ধান্তের মাধ্যমে ওয়াশিংটন বেইজিংকে ভয় দেখাতে পারবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত শি ফেং।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্যের বিষয়ে তার সিদ্ধান্তের মাধ্যমে চীনকে ভয় দেখাতে পারবে না। ওয়াশিংটন যদি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চায়, তাহলে তাকে বেইজিংয়ের সাথে সমতার ভিত্তিতে সংলাপে বসতে হবে।

চীনা রাষ্ট্রদূত বলেন, ক্রমবর্ধমান এবং মুদ্রাস্ফীতিমূলক শুল্কহার কারও স্বার্থই নিশ্চিত করে না। এই পরিস্থিতি ব্যবসায়িক কার্যক্রমকে অস্থিতিশীল করে তোলে, ব্যয় বৃদ্ধি করে, আর্থিক বাজারকে ক্ষতিগ্রস্ত করে এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে মন্থর করে দেয়।

শি ফেং আরও বলেন, শুল্ক যুদ্ধ চীন শুরু করে নি। আমরা যুদ্ধ করতে চাই না, তবে আমরা আমেরিকার পদক্ষেপেও ভীত নই। আমরা কেবল আমাদের বৈধ অধিকার এবং স্বার্থ চিন্তাই করি না, বরং আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাও সুরক্ষা করি। যদি মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়, তবে তাকে অবশ্যই সমতা, শ্রদ্ধা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিপুল সংখ্যক দেশের বিরুদ্ধে নতুন করে উচ্চ বাণিজ্য শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে। তার ফলে বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতির মধ্যে বিশাল পরিমাণ বাণিজ্য বন্ধ হয়ে গেছে। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশ বাণিজ্য ক্ষেত্রে শতকরা ১০০ ভাগেরও বেশি হারে শুল্ক ঘোষণা করে। ওই ঘোষণার ফলে বাণিজ্য এবং বিনিয়োগে সীমাবদ্ধতা তৈরি হবার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রটিও সীমাবদ্ধ হয়ে যায়। পার্সটুডে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.