বিএসইসির চেয়ারম্যান পরিবর্তনের ‘গুজবে’ বাজারে ঝলকানি!

পুঁজিবাজারে হঠাৎ আলোর ঝলকানি। টানা দরপতনের বৃত্ত ভেঙ্গে উর্ধমুখী সব মূল্যসূচক। শুধু সূচক নয়, লেনেদেনেও সবুজ ধারা। নিয়মিত দরপতনে অভ্যস্ত বাজারে রোববার (৪ মে) ছিল একেবারেই ভিন্ন চিত্র। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৩৩ পয়েন্ট (০.৭৭%) বেড়েছে। লেনদেন বেড়েছে ৭২ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে লেনেদেন অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৩ শতাংশের শেয়ারের/ইউনিটের দাম বেড়েছে।

আজ সূচকের উর্ধমুখী ধারায় লেনেদেন শুরু ডিএসইতে। আর এ ধারা বাজায় থাকে প্রায় পৌনে এক ঘন্টা। এরপর বাজারের গতিপথ বদলে যায়। ধীরে ধীরে সূচক কমতে থাকে। বেলা সোয়া ১২টা নাগাদ ডিএসইএক্স আগের দিনের চেয়ে নিচে চলে আসে। তবে ওই ধারা বেশিক্ষণ বজায় থাকেনি। আবারও বাজার তার দিক বদলায়। এবার সোজা উর্ধমুখী গতিতে সামনে এগুতে থাকে, দিনের লেনদেন শেষ না হওয়া পর্যন্ত এই ধারা বজায় থাকে বাজারে।

লেনদেনের মাঝখানে বাজারে ‘গুজব’ ছড়িয়ে পড়ে সরকার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান পদে পরিবর্তন আনছে। সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে কয়েকটি নামও বাতাসে ভাসতে থাকে। এ বিষয়টিই মূলত আজকের এমন বাজার আচরণের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে বলে বিনিয়োগকারী এবং কয়েকজন ব্রোকারের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে কেউ নাম প্রকাশে সম্মত হননি। তারা বলেছেন, বিএসইসির বর্তমান চেয়ারম্যান বাজারে আস্থা ফেরাতে পারেননি। নানা কারণে তার সঙ্গে স্টেকহোল্ডারদের বড় রকমের দূরত্ব তৈরি হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার ভেতরেও চলছে তীব্র অসন্তোষ। এমন অবস্থায় তার নেতৃত্বে বাজারে গতি ফেরানো সম্ভব নয় বলে মনে করছেন বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের বড় অংশ। তাই কমিশনের চেয়ারম্যান পদে পরিবর্তনের ‘খবর’ তাদেরকে উজ্জীবিত করেছে, যার প্রভাব পড়েছে বাজারে।

তবে এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ গণমাধ্যমকে বাজার পরিস্থিতি সম্পর্কে বলেছেন, তারা বাজারে সংস্কার এবং বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে যে ব্যবস্থা নিচ্ছেন, তার সাময়িক প্রভাব পড়ে থাকতে পারে বাজারে। যে কোনো ধরনের বড় সংস্কারে এমনটি হয়ে থাকে। সংস্কারের পর বাজারে অবশ্যই এর ইতিবাচক প্রভাব পড়বে। গত সপ্তাহে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রায় একই ধরনের অভিমত প্রকাশ করেন।

এদিকে বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। গত বুধবার তিনি শেষ অফিস করেছেন। ইউ.এস সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্র গিয়েছে। দেশটির রাজধানী ওয়াশিংটনে আগামী ৫ মে থেকে ৯ মে পর্যন্ত এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এরপর তার আইওস্কোর সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতার ভ্রমণ করার কথা। আগামী ১২ থেকে ১৫ মে পর্যন্ত দোহায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক ফোরাম আইওস্কোর বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।

 

রোববার ডিএসইতে ৩৯৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রি হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৯০টির, কমেছে ৬৭টির দার। অন্যদিকে ৩৮টির দর ছিল অপরিবর্তিত।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.