ডিএসইতে আসবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শনে আসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আগামী মঙ্গলবার (৬ মে) তিনি ডিএসইতে আসবেন। এখানে তিনি দুটি আলাদা বৈঠক করবেন। একটি বৈঠক অনুষ্ঠিত হবে অংশীজনদের সঙ্গে, অন্যটি ঢাকা স্টক এক্সচেঞ্জের উর্ধতম কর্মকর্তাদের সঙ্গে। বৈঠক শেষ তিনি ডিএসইর বিভিন্ন বিভাগ পরিদর্শন করে দেখবেন।
পুঁজিবাজারের নাজুক পরিস্থিতিতে ড. আনিসুজ্জামান চৌধুরীর ডিএসই পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠককে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের নানামুখী উদ্যোগে অর্থনীতির কয়েকটি জায়গায় বড় ধরনের উন্নতি হয়েছে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষয় বন্ধ হয়েছে, রিজার্ভের পরিমাণ ক্রমাগত বাড়ছে। ডলার ও টাকার বিনিময় হার স্থিতিশীল হয়েছে। বাড়ছে রেমিট্যান্স ও রপ্তানি আয়। ব্যাংকিং খাতে ফিরেছে শৃঙ্খলা। এর মধ্যে ব্যতিক্রম কেবল পুঁজিবাজার। অর্থনীতির ঘুরে দাঁড়ানোর কোনো ছোঁয়া তো এখানে লাগেইনি, বরং বাজারে দরপতন নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। লেনদেনও নেমেছে তলানীতে। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা একাধিকবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বিষয়টি সরকারের জন্য বেশ বিব্রতকর হয়ে উঠেছে। সরকার উত্তরণের উপায় খুঁজছেন। এর অংশ হিসেবে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করছেন ড. আনিসুজ্জামান চৌধুরী।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.