ভারতের গোয়া রাজ্যের একটি মন্দিরে উৎসব চলাকালে হুড়োহুড়ির ঘটনায় পদদলিত হয়ে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এছাড়া, ৪০ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।। খবর, হিন্দুস্তান টাইমসের।
শনিবার (৩ মে) ভোরে শিরগাঁও মন্দিরে লায়রাই দেবীর বার্ষিক যাত্রা উৎসবে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত ভিড় ও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের অভাব থেকে এ দুর্ঘটনা ঘটেছে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে নিশ্চিত করেছেন, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে দুজনকে বাম্বোলিমের গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
গোয়া, মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে ভক্তরা বার্ষিক উৎসবে শিরগাঁও মন্দিরে জড়ো হয়েছিলেন। বিশাল ধর্মীয় জমায়েতে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে জনস্রোতে হুড়োহুড়ির সৃষ্টি হয়। একে অপরকে ধাক্কা দিয়ে ছুটে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির উদ্ভব হয় এবং পায়ের নিচে চাপা পড়ে হতাহত হন অনেকে। ঘটনাস্থলে জরুরি পরিষেবা ও পুলিশ সদস্যরা দ্রুত পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে। আহতদের চিকিৎসার জন্য কাছের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় গভীরভাবে শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
উল্লেখ্য, লায়রাই দেবীর যাত্রা বা শিরগাঁও যাত্রা হলো গোয়ার উত্তরাঞ্চলের শিরগাঁও গ্রামে অনুষ্ঠিত এক ঐতিহ্যবাহী হিন্দু ধর্মীয় উৎসব। এ উৎসবের সবচেয়ে আকর্ষণীয় আচার হলো ‘অগ্নিদিভ্য’ বা আগুন হাঁটা, যেখানে আশীর্বাদ লাভের আশায় অনেকেই খালি পায়ে জ্বলন্ত কয়লার বিছানার ওপর দিয়ে হাঁটেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.