৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের দমদমিয়া সীমান্ত এলাকায় নাফ নদ থেকে চারজন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

বৃহস্পতিবার (১ মে) দমদমিয়ার লাল দ্বীপসংলগ্ন নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটেছে। অপহৃত জেলেরা হলেন- আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪), আনোয়ার সাদেক (২৭)। তারা সবাই টেকনাফের জাদিমুড়া ২৭নং ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর বলেন, প্রতি দিনের ন্যায় ড্রামের বেলা দিয়ে টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদে শিকারে যায় জেলেরা। এ সময় মিয়ানমার থেকে এসে আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে নৌকাসহ জেলেকে ধরে নিয়ে যায়। এতে আরও বেশ কয়েকজন জেলে পালিয়ে আসতে সক্ষম হয়। এ বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, অপহরণ হওয়া জেলেদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। সীমান্তরক্ষী বাহিনী বিষয়টি দেখছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, ক্যাম্প থেকে বেরিয়ে তারা বাংলাদেশের নাফ নদ সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে চলে যাওয়ায় আরকান আর্মি তাদেরকে ধরে নিয়ে গেছে। তারা সবাই মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা)।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.