বিভিন্ন পদের ২১ কর্মকর্তাকে বরখাস্ত করেছে বিএসইসি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) তার ২১ কর্মকর্তাকে বরখাস্ত করেছে। গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) কমিশন সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গতকাল পর্যন্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি সংস্থার দায়িত্বশীল কর্মকর্তা। আজ তাদের বরখাস্তের বিষয়ে অফিস আদেশ জারি হয়েছে।

যে কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে, তাদের বিষয়ে আলাদা আলাদা অফিস আদেশ জারি করেছে বিএসইসি। এদের মধ্যে ব্যক্তিগত কর্মকর্তা থেকে শুরু করে নির্বাহী পরিচালক পর্যন্ত আছেন। আদেশে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মচারী বিধিমাল, ২০২১ এবং সরকারী চাকরি (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিভিন্ন বিধি লংঘনের অভিযোগ আনা হয়েছে।

মার্চ মাসে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার ঘটনায় যেসব কর্মকর্তার বিরুদ্ধে বিএসইসি মামলা করেছিল, তাদের প্রায় সবাই বরখাস্তের তালিকায় আছে। মামলায় অভিযুক্তদের মধ্যে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে আগেই বাধ্যতামূরক অবসরে পাঠানো হয়। অন্যদিকে নির্বাহী পরিচালক মাহবুবুল আলম পদত্যাগ করেন।

বরখাস্তকৃত কর্মকর্তাদের তালিকা নিচে দেওয়া হল———

ক্রমিক নাম পদবী বিএসইসির মামলা
০১ রেজাউল করিম নির্বাহী পরিচালক মামলায় অভিযুক্ত
০২ মোঃ আবুল হাসান পরিচালক —-
০৩ আবু রায়হান মো. মোহতাছিন বিল্লা পরিচালক মামলায় অভিযুক্ত
০৪ মোঃ ফখরুল ইসলাম মজুমদার পরিচালক
০৫ মোল্যাহ মোঃ মিরাজ উস সুন্নাহ অতিরিক্ত পরিচালক —–
০৬ নজরুল ইসলাম অতিরিক্ত পরিচালক মামলায় অভিযুক্ত
০৭ রাশীদুল আলম যুগ্ম পরিচালক মামলায় অভিযুক্ত
০৮ মোঃ বনী ইয়ামিন খান উপপরিচালক মামলায় অভিযুক্ত
০৯ কাজী মোঃ আল ইসলাম উপপরিচালক মামলায় অভিযুক্ত
১০ শহিদুল হাসান উপপরিচালক মামলায় অভিযুক্ত
১১ তৌহিদুল ইসলাম উপপরিচালক মামলায় অভিযুক্ত
১২ মোঃ নান্নু ভুঁঞা উপপরিচালক ——
১৩ জনি হোসেন সহকারী পরিচালক মামলায় অভিযুক্ত
১৪ আমিনুল হক খান সহকারী পরিচালক ——
১৫ রায়হান কবীর সহকারী পরিচালক মামলায় অভিযুক্ত
১৬ সাজ্জাদ হোসেন সহকারী পরিচালক মামলায় অভিযুক্ত
১৭ আব্দুল বাতেন সহকারী পরিচালক মামলায় অভিযুক্ত
১৮ মো: তরিকুল ইসলাম সহকারী পরিচালক —–
১৯ সেলিম রেজা বাপ্পী লাইব্রেরিয়ান মামলায় অভিযুক্ত
২০ আবু ইউসুফ ব্যক্তিগত কর্মকর্তা মামলায় অভিযুক্ত
২১ সমির ঘোষ ব্যক্তিগত কর্মকর্তা ——
২২ মো: আবু ইউসুফ —-

গত মাসে নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলে বিষয়টিকে ঘিরে বিএসইসির কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এছাড়া আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন ঘটনায় কারণ দর্শাও নোটিস দেওয়া হয়েছিল। এগুলোও পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলে। এছাড়া কর্মকর্তারা কমিশনের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগও তুলেন। তারা জোটবদ্ধ হয়ে গত ৫ মার্চ  সাইফুর রহমানের বাধ্যতামূরক অবসরের আদেশ প্রত্যাহারসহ কিছু দাবিতে চেয়ারম্যান ও কমিশনারদের দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখেন। তারা ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া, ক্লোজ সার্কিট ক্যামেরা বন্ধ রাখা, লিফট বন্ধ করে দেওয়া এবং ভবনের মূল গেটে তালা দেওয়াসহ নানা ধরনের শৃঙ্খলাবিরোধী ঘটনা ঘটায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম এসে তাদের উদ্ধার করেন। পরদিন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের গানম্যান আশিকুর রহমান  শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন।

মামলায় অভিযুক্ত ১৪ জনকে বরাখাস্ত করা হয়। এছাড়াও নানা অনুসন্ধান করে যাদের বিরুদ্ধে ওই ঘটনা সংগঠিত করায় নেতৃত্ব বা ইন্ধন দেওয়ার সংশ্লিষ্টতা পাওয়া গেছে, এমন ৭ কর্মকর্তাকেও বরখাস্ত করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.