৪ বছর পর সাদমানের সেঞ্চুরি

আগের দিনের ৯ উইকেটে করা ২২৭ রানের সঙ্গে এ দিন আর কোনো রানই যোগ করতে পারেনি জিম্বাবুয়ে। দিনের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন তাইজুল ইসলাম। দিনের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানিকে ফিরিয়ে দিলেন তিনি। ৬০ রান খরচায় ছয় উইকেট নিয়েছেন তাইজুল।

সাদমান ইসলাম এবং এনামুল হক বিজয়ের ব্যাটে ইতিবাচক সূচনা পেয়েছে বাংলাদেশ। ১৩.৪ ওভারে বিনা উইকেটে ৫০ রান করেছে স্বাগতিকরা। শেষ ১৬ ইনিংসে ওপেনিং জুটিতে ৫০ রান তুলতে পারেনি বাংলাদেশ। বিজয় ফিরলেও মুমিনুল হকের সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ ঠিকঠাক রাখেন সাদমান। দেখতে দেখতে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিও তুলে নেন বাংলাদেশের এই ওপেনার। এ দিন শুরু থেকে ইতিবাচকভাবে খেলা সাদমান সেঞ্চুরি পেয়েছেন ১৪২ বলে। ৪১.৫ বলে দলীয় দুইশ রান তুলে নেয় বাংলাদেশ।

এর আগে ২০২১ সালের জুলাইতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছিলেন সাদমান। হারারেতে সেবারও প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। এবারও তাই।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.