ইয়েমেনে অভিবাসী শিবিরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৬৮

ইয়েমেনে সায়াদা অঞ্চলে হুতি নিয়ন্ত্রিত একটি অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় শিবিরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৬৮ জন মারা গেছেন। এই হামলায় ৪৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠীটির জননিরাপত্তা বিষয়ক সংস্থা।

হুতি নিয়ন্ত্রিত আশ্রয়কেন্দ্রটি মূলত আফ্রিকা মহাদেশ থেকে আসা অভিবাসনপ্রত্যাশীদের ডিটেনশন সেন্টার হিসেবে ব্যবহৃত হতো।

মার্কিন যুক্তরাষ্ট্র এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি৷ তবে সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় নেতৃত্ব হামলার সম্ভাব্য স্থানের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করবে না বলে জানিয়েছিল৷

সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, অভিযানের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আমাদের ভবিষ্যৎ অভিযান সম্পর্কে সীমিত পরিসরে তথ্য প্রকাশ করবো৷

ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সায়াদা কেন্দ্রটিতে ১১৫জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন, যাদের সবাই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। ডিডাব্লিউ

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.