কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুল ছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে বরুড়া ও মুরাদনগরে পৃথক দুইটি ঘটনায় তাদের মৃত্যু হয়।
মুরাদনগর উপজেলার কোরবানপুর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক নিহত হন। তারা হলেন-কোরবানপুর গ্রামের বাসিন্দা নিখিল দেবনাথ ও দেওরা গ্রামের জুয়েল ভূঁইয়া।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তারা প্রাণ হারান।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হয় দুই শিশু। তারা হলো- ফরহাদ হোসেন (১২) ও সাইমন হোসেন (১২)।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু-এমং মারমা মং বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা বলেন, দুপুরে পয়ালগুচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়ানোর সময় আকস্মিক বজ্রপাত হয়। বজ্রপাতে আহত অবস্থায় স্থানীয়রা দুই শিশুকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.