ভিয়েতনাম থেকে এলো আরো ২০ হাজার টন চাল

ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিআইএনএইচ-০৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিন-০৯ জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছিল, যা ইতোমধ্যে দেশে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। চাল খালাসের কার্যক্রম শুরু করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.