সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

এক রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাভারে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত একজন। নিহতদের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।

রোববার (২৭ এপ্রিল) রাতে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন ও গেন্ডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে ১১টার দিকে ব্যাংক টাউন এলাকায় হৃদয় ও আরতী নামে দুই ব্যক্তি রাস্তা পারাপারের জন্য দাঁড়িয়ে ছিল। এসময় একটি দ্রুতগতির প্রাইভেটকার তাদের দুইজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন – ব্যাংক টাউন মহল্লার ধিরেনের ছেলে হৃদয় ও একই এলাকার রাকেশের স্ত্রী আরতী।

অপরদিকে সোমবার ভোর সাড়ে ৬টায় নাগাদ ঢাকা-আরিচা সড়কের গেন্ডা এলাকায় নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা খেলে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত একজন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.