পহেলগাম হামলার ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবে বলে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘মান কি বাত’ নামক এক অনুষ্ঠানে পহেলগাম হামলার কথা উল্লেখ করে এ কথা বলেন তিনি।
মোদী বলেন, আমি আশ্বস্ত করছি যে, ভুক্তভোগীরা ন্যায়বিচার পাবে। ২২শে এপ্রিল পহেলগামের সন্ত্রাসী ঘটনায় দেশের প্রতিটি নাগরিক ব্যথিত হয়েছে। প্রতিটি ভারতীয় নাগরিক ভুক্তভোগীদের পরিবারের প্রতি সহমর্মী ।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমি আবারও হামলায় আক্রান্ত পরিবারগুলোকে আশ্বস্ত করছি তারা ন্যায়বিচার পাবে, ন্যায়বিচারের জয় হবে। এই হামলায় জড়িত অপরাধী এবং ষড়যন্ত্রকারীদের সম্ভাব্য কঠোর জবাব দেওয়া হবে। যারা সন্ত্রাসবাদে মদদ দেয়, এই হামলা তাদের বেপরোয়া ভাব প্রকাশ করে। এটি তাদের কাপুরুষতা প্রকাশ করে।
তিনি বলেন, পুরো বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ভারতের এক দশমিক চার বিলিয়ন মানুষের পাশে দাঁড়িয়েছে।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পহেলগাম হামলার তদন্তের দায়িত্ব ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ’র উপর ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার পহেলগামের বারসান ভ্যালির হামলার প্রত্যক্ষদর্শীদের আইজি, ডিআইজি এবং এসপির নেতৃত্বে গঠিত একটি দল জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে এনআইএ।
ওইদিন পহেলগামে পর্যটকদের ওপর হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। খবর- বিবিসি বাংলার



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.