এমআরটি লাইন-৬ এর মেট্রোরেল স্টেশনগুলোর নির্ধারিত স্থানে অটোমেটেড টেলার মেশিন (এটিএম)/ক্যাশ রিসাইক্লার মেশিন (সিআরএম) স্থাপন করবে ট্রাস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি ট্রাস্ট ব্যাংক এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আহসান জামান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং এ. কে. এম খায়রুল আলম, পরিচালক, প্রশাসন, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও মোঃ মাহবুব হোসেন, হেড অফ বিজনেস ডিভিশন, ট্রাস্ট ব্যাংক পিএলসি ও খন্দকার এহতেশামুল কবির, কোম্পানি সচিব, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.