ইরানে বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক

দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরের শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত ৮ শতাধিক মানুষ আহত হয়েছে।

দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। এর আগে শনিবার সকালে এই বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, কাছের অফিসগুলির জানালা ভেঙে যায়।

ঘটনাস্থল থেকে অনেক ছবি এবং ভিডিও প্রকাশ পেয়েছে। দেখা যাচ্ছে মানুষ দৌড়াচ্ছে এবং অনেক মানুষ রাস্তায় আহত অবস্থায় পড়ে আছে।

বিবিসির যাচাইকৃত ভিডিও ফুটেজগুলোতে দেখা গেছে যে, বিস্ফোরণের সাথে সাথে আগুনের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, লোকজন সেখান থেকে পালিয়ে যাচ্ছিলো।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, আগুন লাগার পর এবং “দাহ্য পদার্থ” সংরক্ষণ ছড়িয়ে পড়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটে।

হরমুজগানের সংকট ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক বলেছেন, বিস্ফোরণটি খুবই শক্তিশালী ছিল। তবে কারণ এখনও সুস্পষ্ট নয়। তবে ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফারি বন্দরে থাকা কনটেইনারগুলোয় রাসায়নিকের অনিরাপদ মজুত বিস্ফোরণের কারণ হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন। এর আগেও সংকট ব্যবস্থাপনা সংস্থার মহাপরিচালক পরিদর্শনের সময় কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন, সম্ভাব্য বিপদের কথা বলেছিলেন।

রাজধানী তেহরানের ১,০০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শহীদ রাজায়ী ইরানের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক বন্দর। এটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থলে কৌশলগত অবস্থানে রয়েছে, যা এটিকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। খবর- বিবিসি ও পার্সটুডে

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.