শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যায় চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। এর আগে গত বুধবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, শিশুটির বোনের শ্বশুরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর দুই ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।

অন্যদিকে, বোনের স্বামী ও ভাশুরের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৬ ধারা এবং শাশুড়ির বিরুদ্ধে ২০১ ধারায় অভিযোগ গঠন করা হয়।

গেলো ১৩ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.