সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

বিদেয়ী সপ্তাহে (২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৮ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৩৭ শতাংশ। তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৯৮ শতাংশ।

লেনদেনে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২ দশমিক ৮২ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাহজিবাজার পাওয়ার, শাইনপুকুর সিরামিক্স, ফাইন ফুডস, এসিআই, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং  লাভেলো।

 

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.