পাকিস্তানের সীমান্ত রক্ষী বাহিনী রেঞ্জার্স-এর হাতে একজন বিএসএফ সদস্য আটক হয়েছেন বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় সংবাদসংস্থা পিটিআই।
কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পরে ভারত ও পাকিস্তান যে পাল্টা-পাল্টি অবস্থান নিয়েছে, তার মধ্যেই পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে এই ঘটনা ঘটে।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, বিএসএফের ১৮২ নম্বর ব্যাটালিয়নের সদস্য কনস্টেবল পিকে সিং বুধবার দুপুরে একদল কৃষককে পাহারা দিচ্ছিলেন। তার পরনে বাহিনীর পোষাক ছিল, সঙ্গে ছিল বন্দুকও। দুপুরে একটু ছায়ার খোঁজ করতে গিয়েই তিনি ভারতীয় সীমান্ত সামান্যই অতিক্রম করে ফেলেন। সেখানেই পাকিস্তানের রেঞ্জার্স বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।
বিএসএফের সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে যে, পাকিস্তানী সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আটক হওয়া কনস্টেবলকে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। খবর- বিবিসি বাংলার
NEW: Pakistani Punjab Rangers have apprehended Constable P. K. Singh of India’s Border Security Force (BSF) after he was found inside Pakistani territory.
He was captured with a weapon, ammunition, and other military gear, and is now in Pakistani military custody. pic.twitter.com/LDqVz9pJT6
— Clash Report (@clashreport) April 24, 2025
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.