পাকিস্তানের বিরুদ্ধে ভারতের নানা পদক্ষেপ

কাশ্মিরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় বেশ কিছু কড়া ব্যবস্থা নিচ্ছে ভারত। এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত, পাঞ্জাবের আটারি চেকপোস্ট বন্ধ, পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বন্ধ করাসহ বেশকিছু ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

বুধবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এসব সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে পহেলগাম শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বৈসরণ উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা হয়। এ হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে বলে জানা যায়। এ ঘটনায় সারাদেশ ক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে। ভারত সরকার এ হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার দিকে ইঙ্গিত করছে। আর এমন সন্দেহ থেকেই দেশটির বিরুদ্ধে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা।

ওই ঘটনার প্রতিক্রিয়ায় সিন্ধু পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারত। এ সিদ্ধান্তের ফলে চুক্তি অনুসারে যে পরিমাণ পানি পাকিস্তানের পাওয়ার কথা, তারা তা পাবে না।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে এই আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। দেশ দুটির মধ্যে বেশ কয়েকটি অভিন্ন নদী রয়েছে। সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। আলোচিত চুক্তির আওতায় বিভিন্ন নদীর পানি বন্টনের নিশ্চয়তা ছিল। চুক্তিটি স্থগিত করায় এই গ্রীষ্মে বেশ পানি সংকটে পড়বে পাকিস্তান।

অন্যদিকে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের ফলে পাকিস্তানের সঙ্গে ভারতের এই গুরুত্বপূর্ণ স্থলসীমান্ত বন্ধ হয়ে যাচ্ছে। ওই সীমান্ত দিয়ে যাঁরা ভারতে এসেছেন, তাঁদের সবাইকে ১ মের মধ্যে ফিরে যেতে হবে।

অন্য সিদ্ধান্তগুলোর মধ্য রয়েছে দিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা ও বহিষ্কার। একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাই কমিশনে নিযুক্ত ভারতীয় সামরিক কর্মকর্তাদের ফিরিয়ে আনা হবে।

এছাড়া বুধবারের সিদ্ধান্ত অনুসারে আপাতত পাকিস্তানীদের জন্য সব ধরনের ভিসা বন্ধ থাকবে, যারা সার্ক ভিসার আওতায় ভারতে অবস্থান করছেন তাদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে সে দেশ ত্যাগ করতে হবে, দুই দেশের হাইকমিশনগুলোতে কর্মকর্তার সংখ্যা কমানো হবে।

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.