জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দলে দুটি পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টের দল সাজিয়েছেন নির্বাচকরা। দলে ফেরানো হয়েছে এনামুল হক বিজয়কে।
সেই সঙ্গে দলে যুক্ত করা হয়েছে বাঁহাতি স্পিনার তানভির ইসলামকে। ৩২ বছর বয়সী বিজয় সর্বশেষ ২০২২ সালে টেস্ট খেলেছিলেন। এদিকে পেসার নাহিদ রানার বদলে আনক্যাপড লেফট-আর্ম স্পিনার তানভীর ইসলামকে দলে নেয়া হয়েছে।
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জাকের আলী আনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.