আইসিএমএবির নতুন সিএমএদের সংবর্ধনা

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) জানুয়ারি ২০২৫ সেশনে পাশকৃত নতুন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিএমএ) সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে।

সম্প্রতি রাজধানীর নীলক্ষেতস্থ আইসিএমএবি ভবনের রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে মঙ্গলবার আয়োজিত এই অনুষ্ঠানে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টগণ, কাউন্সিল সদস্যবৃন্দ, ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যরা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ নতুন সিএমএদের অভিনন্দন জানিয়ে বলেন, “এই অর্জন পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আত্মবিশ্বাস, দক্ষতা এবং সফট স্কিলের বিকাশের মাধ্যমে কর্পোরেট জগতে নিজেদের দৃঢ় অবস্থানে প্রতিষ্ঠা করতে হবে।”

ভাইস প্রেসিডেন্ট মোঃ কাওসার আলম এফসিএমএ, আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ ও সচিব হাসনাইন তৌফিক আহমেদ এফসিএমএ তাদের বক্তব্যে নতুন সিএমএদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতের সাফল্যের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান কাউন্সিল সদস্য মোহাম্মদ সেলিম এফসিএমএ, জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ, কাউন্সিল সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম এফসিএমএ এবং ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন এফসিএমএ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন সিএমএদের সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয় এবং এক উৎসবমুখর পরিবেশে কেক কাটার মাধ্যমে তাদের এই সাফল্য উদযাপন করা হয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.