কুমিল্লা বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে ৩ যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। পুলিশ কর্মকর্তা সোহেল মোল্লা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ভোরের দিকে যে কোনো সময় এই তিন যুবক ট্রেনে কাটা পরে থাকতে পারে। কোন ট্রেনে কাটা পড়েছে বিষয়টি জানার চেষ্ঠা করছি।
তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছেন।
স্থানীয়রা জানান, ভোরে তারা ট্রেনে কাটা পড়েন। তখন দুজন জীবীত ছিল। পরে মারা যায়।
সদর রসূল পুর স্টেশন মাস্টার প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, সকাল ৮টার দিকে আমাদের রেলওয়ে স্টেশনের স্টাফ ডিউটি করতে যায়। তখন স্থানীয়দের নিকট থেকে বিষয়টা জেনে ঘটনাস্থলে যায়।
তিনি বলেন, ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত কয়েকটি ট্রেন এই রুটে যায়। হয়তো যেকোনো একটি ট্রেনে কাটা পড়ে থাকতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.