২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২ বিলিয়ন ডলার

চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ হাজার ৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার। শুধু ২১ এপ্রিল একদিনেই এসেছে ৮৫ মিলিয়ন ডলার। অর্থাৎ, এপ্রিলের প্রতিদিন গড়ে ৯ কোটির বেশি ডলার এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ৭ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এপ্রিলের প্রথম ১৯ দিনে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার, কৃষি ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৯৯ কোটি ডলার এবং বিদেশি ব্যাংকগুলো এনেছে ৩৩ লাখ ২০ হাজার ডলার।

অর্থবছর ভিত্তিক হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরের (জুলাই ২০২৪ – ২১ এপ্রিল ২০২৫) প্রথম ৯ মাস ২১ দিনে দেশে মোট রেমিট্যান্স এসেছে ২৩ হাজার ৭৫১ মিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ১৮ হাজার ৪৭১ মিলিয়ন ডলার। ফলে রেমিট্যান্স প্রবাহে ২৮ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

গত মার্চে মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন রেকর্ড ৩ হাজার ২৯০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.