পুঁজিবাজারে নেগেটিভ ইক্যুইটি (ঋণাত্মক মূলধন) সমস্যার সমাধানে সমন্বিত ও কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২২ এপ্রিল) শীর্ষ ২০ ব্রোকারহাউজের প্রধান নির্বাহীদের সঙ্গে বিএসইসির বৈঠকে অনুষ্ঠিত বৈঠকে এ আশ্বাস দেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এতে বিএসইসি’র কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, কমিশনার মোঃ আলী আকবর ও কমিশনার ফারজানা লালারুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের পুঁজিবাজারের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জসমূহসহ নেগেটিভ ইক্যুইটির বিষয়ে আলোচনা হয়। বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ নেগেটিভ ইক্যুইটি-কে ‘ক্যান্সার’ বলে উল্লেখ করে যত দ্রুত সম্ভব এর সমাধানে উদ্যোগ নেওয়া কথা জানান। তিনি সঠিক পরিকল্পনার মাধ্যমে নেগেটিভ ইক্যুইটির কার্যকর সমাধান বাস্তবায়নের কথা বলেন। তিনি সকল সংশ্লিষ্ট পক্ষ ও অংশীজনরা মিলে সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দেন।
বৈঠকের আলোচনায় ব্রোকারেজহাউসসমূহের শীর্ষ কর্মকর্তাবৃন্দ পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে বিএসইসিকে প্রয়োজনীয় পদক্ষেপ ও কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান। সাম্প্রতিক সময়ে বাজারের অবস্থা ও বাজার পরিস্থিতিসহ দেশের পুঁজিবাজারে চ্যালেঞ্জ ও সম্ভাবনাসমূহ এবং পুঁজিবাজারে বিনিয়োগের বিভিন্ন দিক এসময় আলোচনায় উঠে আসে। বাজারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন তারা। পুঁজিবাজারের উন্নয়নের জন্য নেগেটিভ ইক্যুইটির সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন বলে মতামত দেন তারা।
উপস্থিত ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিবৃন্দ দেশের পুঁজিবাজারের সমস্যাগুলোর সমাধানে নিজেদের সর্বাত্বক চেষ্টা ও সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন। কমিশন এ ব্যাপারে ডিবিএ ও ব্রোকারেজ হাউসসমূহের প্রতিনিধিবৃন্দ এর প্রস্তাবনাসমূহ, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে, গুরুত্ব সহকারে বিবেচনা করবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.