সিলেট টেস্টের প্রথম দিনটা ভালো শুরু করে জিম্বাবুয়ে। ম্যাচে ফিরতে হলে ভালো বল করতে হতো বাংলাদেশের। পেসারদের কল্যাণে আপাতত শুরুটা ভালোই টাইগারদের। নাহিদ রানা-হাসান মাহমুদরা দ্রত ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দিয়েছেন। এর পর চার উইকেট হারিয়ে বিরতিতে যায় জিম্বাবুয়ে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩৮ রান। শন উইলিয়ামস ৩৩ ও মাধভেরে ৪ রানে ব্যাট করছেন।
এর আগে, চার বোলারকে দিয়ে চেষ্টা করিয়েও দিনের শেষভাগে আলোকস্বল্পতার সুযোগটা কাজে লাগাতে পারেনি টাইগাররা। উল্টো ৪ দশমিক ৭৫ গড়ে ১৪.১ ওভারে ৬৭ রান তুলে নিয়ে দিন শেষ করেছেন জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট এবং বেন কারেন। বাংলাদেশের বিপক্ষে টেস্টে জিম্বাবুয়ের জন্য এটা ওপেনিং জুটিতে ৬ষ্ঠ সর্বোচ্চ রান। প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ে এখনও পিছিয়ে আছে ১১০ রানে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.