ইসরাইলের সেনাবাহিনী যুদ্ধ চালিয়ে যাওয়ার বিরোধিতা করে একটি আবেদনে স্বাক্ষরকারী সামরিক বাহিনীর বেশ কয়েকজন রিজার্ভ ডাক্তারকে সামরিক কমান্ডারদের সাথে বৈঠকের জন্য ডেকে পাঠায় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ।
ইসরাইলে প্রকাশিত দৈনিক “হারেৎজ”, ইসরায়েলি সেনাবাহিনীর একজন রিজার্ভ ডাক্তারের উদ্ধৃতি দিয়ে বলেছে যে সামরিক কমান্ডাররা এই বৈঠকে স্বাক্ষরকারীদেরকে তাদের স্বাক্ষর প্রত্যাহার করতে বলেছিলেন এবং তাদের যুদ্ধ না করার এ পদক্ষেপকে “অবৈধ” বলে বর্ণনা করেছেন।
দেশটির বিমান বাহিনীর একজন রিজার্ভ ডাক্তার হারেৎজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমি চাকরিচ্যুত হওয়ার ভয় পাই না।” যা ঘটছে তা হলো কিছু রাজনীতিবিদ সেনাবাহিনীকে আমাদের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান নিতে বাধ্য করার চেষ্টা করছেন।
গত মঙ্গলবার আরেকটি দৈনিক “ইসরায়েল হায়োম” লিখেছে, ৩,০০০ ইসরাইলি শিক্ষা কর্মী গাজা উপত্যকা থেকে ইসরাইলি বন্দীদের ফিরিয়ে দেওয়ার এবং এই অঞ্চলে যুদ্ধ বন্ধ করার দাবিতে একটি আবেদনে স্বাক্ষর করেছেন। এ ছাড়া, ইসরাইলের ২০০ বন্দী পরিবার এবং মুক্তিপ্রাপ্ত যুদ্ধবন্দীরা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বার্তা প্রকাশ করেছে।
এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দুটি আবেদন প্রকাশিত হয়েছিল, যেগুলোতে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি লোক স্বাক্ষর করেছেন।
একটি আবেদনপত্র তৈরি এবং তাতে স্বাক্ষর করেছেন সাইবার ইউনিটের যোদ্ধারা এবং অন্যটি করেছেন ইসরাইলি সামরিক গোয়েন্দা সংস্থা “আমান”-এর বিশেষ অপারেশন ইউনিটের অভিজ্ঞ সদস্যরা।
অন্যদিকে, ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, সরকারের নৌবাহিনীর ৪৫০ জন বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তা অবিলম্বে যুদ্ধ অবসান এবং গাজা উপত্যকা থেকে ইসরাইলি বন্দীদের ফিরিয়ে আনার প্রচেষ্টার আহ্বান জানিয়ে একটি আবেদনে স্বাক্ষর করেছেন।
এই পদক্ষেপ এমন এক পরিস্থিতিতে নেওয়া হয়েছে যেখানে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া এবং এর লক্ষ্য অর্জনে ব্যর্থতা বিশেষ করে গাজা উপত্যকা থেকে ইসরাইলি বন্দীদের মুক্ত করতে ব্যর্থ হওয়ায় ইসরাইলের ভেতরে অসন্তোষ বিরাজ করছে। পার্সটুডে



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.