ভারতের রাজধানী নয়াদিল্লির মুস্তাফাবাদ এলাকায় শনিবার (১৯ এপ্রিল) ভোররাতে একটি চারতলা ভবন ধসে পড়ে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে অন্তত ১২ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভারতীয় সংবাদ সংস্থা ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সময় রাত ৩টার দিকে এ দুর্ঘটনার খবর জানানো হয়। এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করে জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৪ জনকে মৃত ঘোষণা করা হয়।
ভারতের জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এনডিআরএফ, দমকল বাহিনী ও দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। সরু গলির কারণে ভারী যন্ত্রপাতি নিয়ে উদ্ধারকাজে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন এক এনডিআরএফ কর্মকর্তা।
স্থানীয় এক বাসিন্দার শেয়ার করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই ভবনটি ধসে পড়ে। সঙ্গে সঙ্গে ধুলো ও হাওয়ার ঝাপটা ছড়িয়ে পড়ে গলির মধ্যে।
গত সপ্তাহেও দিল্লি-এনসিআর অঞ্চলে পৃথক দুটি ভবনধসের ঘটনায় দু’জনের মৃত্যু ও তিনজন আহত হয়। একটি ঘটনায় মধু বিহারে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৬৭ বছরের এক ব্যক্তি মারা যান। অন্যদিকে, করোল বাগে একটি নতুন নির্মিত বারান্দা ধসে পড়ে ১৩ বছরের এক কিশোর মারা গেছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.