কাবুলে তালেবান সরকারের সঙ্গে বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার শনিবার তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তান সরকারের সঙ্গে সহযোগিতা জোরদারে একদিনের সরকারি সফরে কাবুল পৌঁছেছেন। কাবুলে পৌঁছালে আফগানিস্তানের জ্যেষ্ঠ কর্মকর্তারা দারকে স্বাগত জানান।

শনিবার (১৯ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক্সপ্রেস নিউজ এ তথ্য জানিয়েছে।

ইসহাক দারের সঙ্গে থাকা উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব, রেলওয়ে সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ফেডারেল বোর্ড অব রেভিনিউয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

এই সফরে দার আফগানিস্তানের অস্থায়ী প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গেও বৈঠক করবেন দার। দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, এই সফর পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে স্থিতিশীল ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গঠনের প্রতিশ্রুতিরই প্রতিফলন।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র শাফকাত আলী খান জানান, সফরের সময় উপপ্রধানমন্ত্রী আফগান অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, অস্থায়ী উপপ্রধানমন্ত্রী (অর্থনৈতিক বিষয়ক) ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদল পর্যায়ে বৈঠক করবে।

তিনি আরও বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের সবদিক—বিশেষ করে নিরাপত্তা, বাণিজ্য, আঞ্চলিক সংযোগ এবং জনগণের মধ্যে যোগাযোগ—এই সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

শাফকাত খান সফরকে আফগানিস্তানের সঙ্গে টেকসই সম্পর্কের প্রতি পাকিস্তানের প্রতিশ্রুতির পুনঃনিশ্চয়ন বলেও উল্লেখ করেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসবাদী আশ্রয়স্থল সম্পর্কিত পাকিস্তানের উদ্বেগসহ সব গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় থাকবে। পাকিস্তান এ বিষয়টি আগেও তুলেছে এবং তা সমাধানে গঠনমূলক পথ খুঁজছে।

এই সফর এমন একসময় হচ্ছে, যখন দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও দ্বিপক্ষীয় কার্যক্রম বেড়েছে। এর আগে পাকিস্তানি রাষ্ট্রদূত মোহাম্মদ সাদিক খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাবুল সফর করে এবং আফগান বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইসলামাবাদে বৈঠক করে।

সম্প্রতি পাকিস্তান-আফগানিস্তান যৌথ সমন্বয় কমিটির (জেসিসি) বৈঠকে পাকিস্তানি কর্মকর্তারা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) বিষয়ে তালেবান সরকারের দৃষ্টিভঙ্গিতে সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত পান।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.