ভালো শুরুর পর বাংলাদেশের পুঁজি ২২৭

ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে হ্যাটট্রিক জয় নিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের যাত্রা শুরু হয়েছিল দারুণ। নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তারা দারুণ পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাসী করেছিলেন। কিন্তু আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ভালো শুরু করেও বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়েছে।

শুরুতে ওপেনার সোবহানা মোস্তারির উইকেট হারালেও শারমিন আক্তার এবং ফারজানা হক পিংকি দলের সংগ্রহকে দ্রুত এগিয়ে নিয়ে গিয়েছিলেন। তারা ১১৮ রানের জুটি গড়ে বাংলাদেশকে মজবুত অবস্থানে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এই জুটির পতনের পরই বাংলাদেশের ইনিংসে ধস নামে। পিংকি ৪২ রানে কট-অ্যান্ড-বোল্ড হলে শারমিনও বেশিদুর টিকতে পারেননি। তিনি ৬৭ রান করে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে তৃতীয় অর্ধশতক পূর্ণ করলেও দলের বিপর্যয় রোধ করতে পারেননি। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মাত্র ৫ রান করে ফিরে গেলে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে।

এরপর দ্রুত উইকেট হারাতে থাকায় ২০০ রানের কোটা ছুঁতেও বাংলাদেশকে সংগ্রাম করতে হয়। তবে শেষ পর্যন্ত নাহিদা আক্তার (২৫) এবং রাবেয়া খান (২৩*) শেষদিকে দারুণ ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ রানে নিয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একাই ৪টি উইকেট নেন আলিয়াহ এলিয়েন। দুটি করে উইকেট শিকার করেছেন হেইলি ম্যাথিউস ও আফি ফ্লেচার। এর বাইরে একটি উইকেট নেন চিনেল হ্যানরি। বড় রান না করতে পারলেও লড়াই জমিয়ে দিতে পারে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে যদি বাংলাদেশের বোলাররা ২২৭ রানের নিচে আটকে রাখতে পারে, তাহলে দলটি টুর্নামেন্টের চতুর্থ জয় পাবে। আর এই জয় পেলে ৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফাইনালে পৌঁছাবে, যা সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.