তালা ভেঙে কুয়েট শিক্ষার্থীদের হলে প্রবেশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে খানজাহান আলী হলের তালা ভাঙা হয়। এরপর একে একে অন্যান্য হলের তালা ভাঙা হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের একজন ঘোষণাটি পড়ে শোনান। ওই ঘোষণায় বলা হয়, যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছে, যেহেতু ভিসি ইন্টারনেট, পানি অফ করে হল থেকে ছাত্রদের বের করে দিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ইন্ধন জুগিয়েছে, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছে, সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সঙ্গে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

শিক্ষার্থীরা জানান, হল খোলার দাবিতে তারা তিন দিন দুই রাত অবস্থান কর্মসূচি পালন করেছেন। মশার কামড় খেয়ে তারা প্রশাসনিক ভবনের সামনে থেকেছেন। হলে উঠতে পারেননি। সিন্ডিকেট সভায়ও তাদের দাবি মানা হয়নি। এ অবস্থায় মঙ্গলবার দুপুরে ভিসির পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা হয়। এরপর শিক্ষার্থীরা হলে হলে গিয়ে শিক্ষকদের হল খুলে দেওয়ার দাবি জানান। কিন্তু কোনও শিক্ষক হল খুলে দেননি। এ জন্য শিক্ষার্থীরা নিজেরাই হলের তালা ভাঙা শুরু করেন।

গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদল ও বহিরাগত সন্ত্রাসীদের নৃশংস হামলায় প্রায় ১৫০ জন শিক্ষার্থী রক্তাক্ত হন। আমাদের ওপর গুলি চালানো হয়। এর প্রতিবাদে কুয়েটের শিক্ষার্থীরা বিচারের দাবি করলে ৪২ জন প্রতিবাদকারী শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়।

এদিকে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় আগামী ২ মে আবাসিক হল খোলা ও ৪ মে শিক্ষা কার্যক্রম চালু এবং ফেব্রুয়ারি মাসের সংঘর্ষে জড়িত ৩৭ জনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সোমবার রাতেও দ্বিতীয় রাতের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.