পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়িতে সন্ত্রাসীদের হমালায় তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে বেলুচিস্তান রাজ্যের মাস্তুং জেলায় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
খবর দ্য ডন।
বেলুচিস্তান সরকারে মুখপাত্র শাহিদ রিন্দ জানিয়েছেন, কালাত এলাকা থেকে আসা বেলুচিস্তান কনস্ট্যাবুলারির একটি গাড়িকে লক্ষ্য করে সস্ত্রাসীদের চালানো ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণ ঘটানো হয়।
তিনি বলেন, ‘ এই বিস্ফোরণে বেলুচিস্তান কনস্ট্যাবুলারির তিন সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া ১৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।’
তবে মাস্তুং-এর ডিএসপি ইউনুস মাগসি জানিয়েছেন, আহতের সংখ্যা ১৮ জন।
আহত সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহতদের প্রায় ৫০ কিলোমিটার দূরে কোয়েটা শহরে স্থানান্তর করা হচ্ছে বলে জানান রিন্দ।
তিনি আরও জানান, এই ঘটনার একটি তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।
ঘটনার সময় বেলুচিস্তান কনস্ট্যাবুলারির কর্মকর্তারা বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গল (বিএনপি-এম)-এর একটি অবস্থান ধর্মঘটে নিরাপত্তা দায়িত্বে নিযুক্ত ছিলেন।
এদিকে বেলুচ কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-এম-এর মাস্তুং-এর অবস্থান ধর্মঘট আজ ১৯তম দিনে গড়িয়েছে। ধর্মঘট শুরুর দ্বিতীয় দিনেই তাদের একটি সমাবেশে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় দলটির প্রধান সরদার আখতার মেঙ্গল এবং অন্যরা অক্ষত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.