তরমুজের ট্রাক উলটে চালক ও হেলপার নিহত

ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার ঘোপঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, খুলনা থেকে ঢাকা অভিমুখে যাওয়া একটি তরমুজ বোঝাই ট্রাক রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ট-১২- ৪৬৫৪ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। সংঘর্ষের পর ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও হেলপার দুজনেই গাড়ির ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিস, মাগুরা ফায়ার সার্ভিস ও করিমপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় দুই ঘণ্টাব্যাপী যৌথ উদ্ধার অভিযানের পর দু’জনকে গাড়ি থেকে বের করা হয়। ঘটনাস্থলেই হেলপার মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত চালক হলেন যশোর জেলার কেশবপুরের হাবাসপুর গ্রামের মো: ইদ্রিস (২৭)। হেলপার কেশবপুরের মধ্যপুল গ্রামের মো: ফয়সাল খান (২৫)।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.