এবার প্রথম হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত বৈশাখ পালন করতে পারছি। আশা করবো সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আগামীতে পহেলা বৈশাখকে জাতীয় উৎসব হিসেবে পালনের আশা ব্যক্ত করে তিনি বলেন, পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত সরকার।
সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহলে বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাষ্ট্রের নবায়ন হোক চাই। জুলাইয়ে মধ্যে দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। তবে রাষ্ট্র কাঠামো যদি একই থাকে তাহলে জুলাই বিপ্লব ব্যাহত হবে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলন ব্যক্তির পরিবর্তনের জন্য নয়, রাষ্ট্রের পরিবর্তনের জন্য আন্দোলন। যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার দেখতে চাই।
নাহিদ এসময় আরও বলেন, এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে। ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে বলেও জানান নাহিদ।
এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তবর্তী সরকার করবে। যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.