সাহিত্যে নোবেল বিজয়ী মারিও ভার্গাস লোসা ৮৯ বছর বয়সে মারা গেছেন। তার পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) পেরুর রাজধানী লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছ।
ভার্গাস লোসার মৃত্যুতে ল্যাটিন আমেরিকার সাহিত্যের সোনালী প্রজন্মের যুগের সমাপ্তি ঘটল। তিনি ছিলেন এই যুগের সর্বশেষ জীবিত সদস্য।
তার জ্যেষ্ঠ পুত্র আলভারো এক বিবৃতিতে লিখেছেন, “আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের বাবা মারিও ভার্গাস লোসা আজ (রবিবার) লিমায় পরিবার-পরিজন পরিবেষ্টিত অবস্থায় শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।”
বিবৃতিতে তার ছোট ভাই গঞ্জালো এবং বোন মরগানা ভার্গাস লোসাও এতে স্বাক্ষর করেন।
বার্গাস ইয়োসার স্মরণীয় উপন্যাসের মধ্যে আছে “কনভারসেশন ইন দ্য ক্যাথেড্রাল (১৯৬৯)”, “দ্য ওয়ার অব দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড (১৯৮১)” এবং “আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার (১৯৭৭)”।
আন্ট জুলিয়া অ্যান্ড দ্য স্ক্রিপ্টরাইটার বইয়ের কাহিনী অনুসারে ১৯৯০ সালে নির্মিত হয় “টিউন ইন টুমরো” নামের সিনেমাটি। এতে অভিনয় করেন কিয়ানু রিভস ও বারবারা হারশি। ২০১০ সালে সাহিত্যে নোবেল জয় করেন বার্গাস ইয়োসা। সুইডিশ অ্যাকাডেমি তার শক্তিশালী লেখনীর ভূয়সী প্রশংসা করে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.