আইপিএলের এবারের আসরে জয়ের ভেলায় ভাসছিল দিল্লি ক্যাপিটালস। অবশেষে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল তারা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারের ম্যাচে অর্থদণ্ড দেয়া হয়েছে অক্ষর প্যাটেলকেও। মন্থর ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে দিল্লির অধিনায়ককে।
অরুণ জেটলি স্টেডিয়ামে রবিবার আইপিএল আচরণবিধির ধারা ভাঙতে দেখা যায় অক্ষর ও তার দলকে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, মৌসুমে প্রথমবার ওভার-রেটে পিছিয়ে থাকলে ১২ লাখ রুপি জরিমানা করা হয়। দিল্লির পঞ্চম ম্যাচে এসে সেই শাস্তি দেয়া হয়েছে অক্ষরকে। এবারের মৌসুমে প্রথমবার এই অপরাধে ধরা পড়ায় তার শাস্তি আর বাড়েনি। পরবর্তী ম্যাচগুলোতে যদি একই ভুল করেন, তাহলে বাড়বে তার জরিমানা।
আইপিএলে দিল্লি ঘরের মাঠের এই ম্যাচে প্রথম ইনিংসে তিলক ভার্মার হাফ সেঞ্চুরি এবং রায়ান রিকেলটন, সূর্যকুমার যাদব এবং নামান ধিরের তিনটি ক্যামিওতে ২০৫ রানের সংগ্রহ পায় মুম্বাই।
জবাবে করুন নায়ারের ৪০ বলে ৮৯ রানের বিধ্বংসী ইনিংসে দারুণ অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত ১২ রানে হারে দিল্লি। মুম্বাইয়ের বোলার ও ফিল্ডারদের নৈপুণ্যে ১৯ ওভারে ১৯৩ রানে অলআউট হয়ে যায় তারা।
এদিকে আইপিএলের এবারের আসরে মন্থর ওভার রেটের কারণে জরিমানা করাটা এবারই প্রথম নয়। চলতি মৌসুমে এর আগে একই অপরাধে জরিমানা গুনেছেন মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদার এবং রাজস্থান রয়্যালসের রিয়ান পারাগ ও সাঞ্জু স্যামসন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.